আগস্টেই বিয়ে করেছেন ন্যান্সি

আগস্ট মাসেই বিয়ের কাজ সম্পূর্ন করেছিলেন জনপ্রিয় কন্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে শুরু করলেন তার সংসার জীবন।

তবে তিনি বিয়ের কোনো তারিখ প্রকাশ করেন নি শুধু মাত্র বিয়ের একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা গেল, নিজের ইচ্ছে অনুযায়ী বিয়ে সম্পন্ন করেছেন গায়িকা। তিনি বলেছিলেন, সেজেগুজে, হাতে মেহেদী দিয়ে আনন্দ নিয়ে বিয়েটা করবেন, ছবিটির মাধ্যমে সেটিরই প্রকাশ ঘটছে।

বিয়ে ধুমধাম করে করবেন বলেছিলেন এমন কথার পরিপ্রেক্ষিতে তিনি জানান, মূলত করোনাভাইরাসের কারণেই বড় আয়োজন করতে পারিনি তবে পরিস্থিতি স্বাভাবিক হলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবো। তাছাড়া শোকের মাসে বিয়ের ইচ্ছা ছিলো না, তবে অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় জাঁকজমক ছাড়াই বিয়ে করেছি।

জানা যায়, গান করতে গিয়ে মহসীন মেহেদীর সঙ্গে ন্যান্সির পরিচয় ঘটে। এরপর সেই পরিচয় রূপ নেয় বন্ধুত্বে। যা এক সময় প্রেমে গড়ায়,
আর সেই প্রেমকেই তারা বিয়ের পরিণতি দিয়েছেন।