অর্থনৈতিক প্রতিবেদক : চলতি বছরের আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স বেড়েছে। এ মাসে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ৩৬ লাখ ১০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে জুলাই মাসের তুলনায় ১৭ দশমিক ৬৭ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। জুলাই মাসে এর পরিমাণ ছিল ১০০ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১৯ কোটি ৫০ লাখ ১০ হাজার ডলার।
আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩৬ কোটি ৪০ লাখ ৭০ ডলার। গত মাসের চেয়ে এর পরিমাণ বেড়েছে ৫ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার।
বিশেষায়িত চারটি ব্যাংকের মধ্যে দুই ব্যাংক কোনো রেমিট্যান্স আনতে পারেনি। ব্যাংক দুটি হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাকি দুই ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১ কোটি ১১ লাখ ১০ হাজার ডলার।
৩৯টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আগস্টে রেমিট্যান্স এসেছে ৭৯ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলার। গত জুলাই মাসে এর পরিমাণ ছিল ৬৭ কোটি ৩ লাখ ৫০ হাজার ডলার। আগস্টে রেমিট্যান্স বেড়েছে ১২ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ডলার বা ১৮ দশমিক ৪৫ শতাংশ।
আর বিদেশি নয়টি ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা এর আগের মাসে ছিল ১ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলার।
প্রবাসীদের কাছ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ডলার। যা এর আগের মাসে ছিল ২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার ডলার।
অগ্রণী ব্যাংকের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এর পরিমাণ ১৩ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ডলার। যা এর আগের মাসে ছিল ১২ কোটি ২১ লাখ ডলার।
সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৭৮ লাখ ১০ হাজার ডলার এবং জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার।