সিরিজের প্রথম ওয়ানডে

আগামীকাল মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ম্যাচটি শুরু হবে শনিবার (২০ মার্চ) ভোর ৪টায়।

তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলে জয়ের খাতা শূন্য বাংলাদেশ ক্রিকেট দলের। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবার পর, এবারও মহাচাপ নিয়েই কিউইদের ঘরে গেছে ডমিঙ্গো বাহিনী।

তবে, বিরুদ্ধ কন্ডিশনেই নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন টাইগার কোচ। সেই লক্ষ্য পূরণে প্রত্যয়ী পুরো দল। ম্যাচের আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে অনুশীলন করেছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড দলে এবার নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন ও রস টেলর। টাইগারদের জন্য এটা খুশির খবর হলেও, এ নিয়ে ভাবছেন না তামিম। বরং সবাই মিলে সেরাটা দিয়েই কিউইদের মাটিতে অধরা জয় পেতে চান তিনি।

সিরিজে পেসাররা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

নিজেদের কন্ডিশনে প্রতিপক্ষকে সমীহ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও। স্মরণীয় করে রাখতে চান নিজের শততম ওয়ানডে ম্যাচ।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক টম লাথাম বলেন, ‘অনেকদিন পর ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। এটা একটা ভাল সুযোগ। এটা আমার শততম ওয়ানডে ম্যাচ। জয় পেলে খুব ভাল লাগবে। বাংলাদেশ বেশ অনেকদিন হয়ে গেছে এখানে এসেছে। কোয়ারেন্টিন শেষে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছে। তাই ম্যাচটা বেশ কঠিন হবে আমাদের জন্য। তবে, আমরা জিততে চাই।’