আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবেঃ ব্যারিষ্টার এম হায়দার আলী

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকে ঃ আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে এবং সহিংসতা ও সন্ত্রাস দমন করতে হবে। সেই সাথে পত্র পত্রিকা, বাক স্বাধিনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য বদ্ধ হতে হবে। যারা জনগনের প্রতিনিধিত্ব করবেন তাদের জনগনের সেবক হয়ে কাজ করতে হবে। গত শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শহরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার এম হায়দার আলী প্রধান অতিথি হিসাবে বিএনপির এক আলোচনা সভায় এসব কথা বলেন।

সাবেক ইউপি চেয়ারম্যান উসমান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেচ্ছা সেবক দলের সভাপতি মোঃ আবু তাহের, সম্পাদক মোঃ শরাফত আলী খান, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আঃ জব্বার, নয়াবিল ইউনিয়নের জাহাঙ্গীর আলম সেলিম, মরিচপুরান ইউনিয়নের মোঃ খেরশেদ আলম বুলবুল। এছাড়াও ছাত্রদলের রিফাত, সোহাগ, অনিক, মাসুম এবং আবু সালে, জাহিদ হোসেন, আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

ছবিতেঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শহরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার এম হায়দার আলী প্রধান অতিথি হিসাবে বিএনপির এক আলোচনা সভায় বক্তব্য রাখেছেন।