আগামী পাঁচ মাসে ১ ট্রিলিয়ন ডলার পাবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আগামী পাঁচ মাস সরকার চালাতে এবং নীতিগত প্রকল্প বাস্তবায়নে ১ ট্রিলিয়ন ডলার বাজেট পেতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কংগ্রেসে বাজেট সমঝোতাকারীরা এ বিষয়ে একমতে পৌঁছেছেন। যে কারণে ট্রাম্পের কেন্দ্রীয় সরকার স্থবির হয়ে পড়া থেকে সাময়িক রেহাই পেল।

এই বাজেটে সামরিক বাজেট বেড়েছে কিন্তু ট্রাম্পের প্রস্তাবিত মেক্সিকো সীমান্তে প্রাচীর দেওয়ার জন্য কোনো বরাদ্দ থাকছে না। তবে এই বাজেট আইনপ্রণেতাদের মাধ্যমে অনুমোদিত হতে হবে।

শুক্রবার ক্রান্তিকালীন বাজেট অনুমোদন করেন, যে কারণে আরো এক সপ্তাহ সময় পায় কংগ্রেস। না হলে ওই দিন রাত থেকে সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যেত।

ক্রান্তিকালীন বাজেট অনুমোদনের ফলে কংগ্রেস আরো এক সপ্তাহ সময় পায়। এ সময়ের মধ্যে অর্থবছরের শেষ পাঁচ মাসের জন্য কেন্দ্রীয় বাজেট চূড়ান্ত করতে হবে কংগ্রেসকে। আগামী কয়েক দিনের মধ্যে বাজেট প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোট দেবেন আইনপ্রণেতারা।

যদি আইনপ্রণেতারা বাজেট অনুমোদন না করেন, তাহলে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের জাতীয় জাদুঘর, দর্শনীয় স্থাপনা। বেতন পাবেন না সরকারি চাকরিজীবীরা।

সবশেষ ২০১৩ সালে এ ধরনের অচলবস্থা তৈরি হয়েছিল। টানা ১৭ দিন কেন্দ্রীয় সরকারের হাতে ব্যয় করার মতো কোনো অর্থ ছিল না।

এই বাজেটের মূল বিবেচ্য কী?
প্রস্তাবিত বাজেটের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবর মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়েছেন ১২ দশমিক ৫ বিলিয়ন এবং সীমান্ত নিরাপত্তা খাতে রেখেছেন ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তবে জনপ্রিয় কর্মসূচি যেমন চিকিৎসা-গবেষণা, কমিউনিটি ডেভেলপমেন্ট খাতে বাজেট ছাঁটাইয়ের যে প্রস্তাব করে হোয়াইট হাউস, নতুন বাজেটে সে প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এ ছাড়া ‘প্লান্ড প্যারেন্টহুড’ নামে পারিবারিক সুরক্ষা খাতও ছাঁটাই হয়নি, ডেমোক্র্যাটদের চাপের মুখে এ খাতে বরাদ্দ রাখতে হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের সুরক্ষায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যয় বাবদ ৬৯ মিলিয়ন ডলার রাখা হয়েছে নিউ ইয়র্ক নগর কর্তৃপক্ষের জন্য।

কয়লা খনির শ্রমিকদের স্বাস্থ্যের সুরক্ষায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হচ্ছে। শুল্ক বাড়িয়ে এ অর্থ আহরণ করবে সরকার।

প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকানরা বাজেট নিয়ে যা ইচ্ছা তাই করতে পারছেন না। সিনেট, প্রতিনিধি পরিষধ ও হোয়াইট হাউস রিপাবলিকানদের দখলে থাকলেও সমস্যা অন্য জায়গায়। বাজেট পাস করাতে হলে ৬০ জন সিনেটরের সমর্থন লাগবে। কিন্তু রিপাবলিকানদের আছে ৫২ জন সিনেটর। তাদের প্রয়োজন আট ডেমোক্র্যাট সিনেটরের সমর্থন। ফলে ডেমোক্র্যাটদের কথাও শুনতে হচ্ছে রিপাবলিকানদের।