আগামী ২০১৮ সালের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন হবে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, আগামী ২০১৮ সালের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন হবে।

সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পার্বত্য অঞ্চলের ঝুঁকি : জলবায়ু, ক্ষুধা, অভিবাসন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গওহর রিজভী বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয়েছিল, তা বাস্তবায়নের জন্য ওই সময় শেখ হাসিনার সরকার কাজ শুরু করে। কিন্তু মাঝখানে অন্য সরকার ক্ষমতায় আসায় তা আর হয়ে উঠেনি। বর্তমান সরকার ক্ষমতায় এসে আবার কাজ শুরু করে। আমরা আশা করছি ২০১৮ সালের মধ্যে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন হবে।