আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

আগামী ৮ জুন দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়েছেন তিনি।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

থেরেসা মে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার গণভোটের ফলাফল অনুযায়ী ব্রিটেনের প্রয়োজন নিশ্চয়তা, স্থিতিশীলতা ও কঠোর নেতৃত্বের।

আগাম নির্বাচনের সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেছেন, ‘দেশ এক হচ্ছে কিন্তু ওয়েস্টমিন্সটার হচ্ছে না।’

থেরেসা মের আগাম নির্বাচনের ঘোষণা কার্যকর করতে হলে হাউস অব কমন্সের অনুমোদন লাগবে। হাউস অব কমন্সের অনুমোদন ছাড়া ২০২০ সালের আগে সাধারণ নির্বাচন দিতে পারবেন না তিনি। ফলে মের ঘোষণা নিয়ে বুধবার পার্লামেন্টে ভোটাভুটি হবে। ভোটে জিতলেই কেবল ৮ জুন আগাম সাধারণ নির্বাচন হবে যুক্তরাজ্যে।