আগুন থেকে রক্ষায় পুলিশের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : চলছে শুষ্ক মৌসুম। ইতোমধ্যেই অনেক জায়গায় অগ্নিকা- ঘটেছে। একটু সতর্ক থাকলেই আগুনের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এ ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার বিকেলে উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় কাজ করে আসছে। তারই অংশ হিসেবে জীবন ও সম্পদ রক্ষায় পুলিশ এ কাজ করে থাকে। আর পুলিশের পরামর্শ মেনে চললে অগুন লাগার মতো দুর্ঘটনা থেকে অনেকখানি রক্ষা পাওয়া যেতে পারে।’

পরামর্শে ডিএমপি বলেছে,

১. রান্নার পর চুলা বন্ধ রাখুন।

২. ভেজা জামা কাপড় চুলার আগুনে শুকানো থেকে বিরত থাকুন।

৩. গ্যাসের চুলা জ্বালানোর আগে কমপক্ষে ১৫ মিনিট রান্নাঘরের সকল জানালা-দরজা খুলে দিন।

৪. গ্যাসের চাবি দেয়ার আগে ম্যাচের কাঠি ধরাবেন।

৫. গ্যাসের চুলার পাইপ ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে পরিবর্তন করে ফেলতে হবে।

৬ . বাসাবাড়ির বিদ্যুতের লাইন ৬ মাস অন্তর নিয়মিত পরীক্ষা করতে হবে।

৭. সঠিক মানের তার-সরঞ্জাম ব্যবহার করতে হবে।

৮. অব্যবহৃত বিদ্যুতের সরঞ্জাম মূল লাইন থেকে বিচ্ছিন্ন করতে হবে।

৯. বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা রাখার বিকল্প নেই।

১০. ঝুঁকি অনুসারে প্রয়োজনীয় সংখ্যক অগ্নি-নির্বাপক যন্ত্র মজুদ রাখতে হবে।

১১. অগ্নি নির্বাপক যন্ত্রের প্রয়োগ ও ব্যবহার বিধি সম্পর্কে প্রশিক্ষণ নেয়া যেতে পারে।

আর আগুন ধরে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের লাইন-যন্ত্রপাতিতে পানি ব্যবহার করা যাবে না। বহনযোগ্য কার্বন ডাই-অক্সাইড-ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইসার ব্যবহার করলে ভাল হয়। শুকনো বালি ব্যবহার করুন। ভেজা মোটা কাপড় বা চটের বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা যেতে পারে। পরণের কাপড়ে আগুন ধরলে মাটিতে গড়াগড়ি করুন। সর্র্বোপরি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ০২-৯৫৫৫৫৫৫, ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।