আগুয়েরোর জোড়া গোলে জয় পেয়েছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের মতো এবার এফএ কাপেও শিরোপার জন্য লড়ছে ম্যানচেস্টার সিটি।

এফএ কাপের পঞ্চম রাউন্ডে গতকাল রাতে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে হুদার্সফিল্ড টাউনের বিপক্ষে ৫-১ ব্যবধানের জয় পেয়েছে ম্যানসিটি। ঘরের মাঠে দুর্দান্ত এ জয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পেপ গার্দিওলার দলটি।

ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি শেষপর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের শুরুতে স্বাগতিক দর্শকদের চমকে দিয়েছিল হুদার্সফিল্ড টাউন। ম্যাচের সাত মিনিটে হারি বানের গোলে এগিয়ে যায় হুদার্সফিল্ড। তবে ৩০ মিনিটে সমতায় ফেরে সিটি। রাহিম স্টারলিংয়ের অ্যাসিস্টে লিরয় সেনের গোল করলে সমতা পায় স্বাগতিকরা।

ম্যাচের ৩৫ মিনিটে আর্জেন্টাইন তারকা আগুয়েরোর পেনাল্টি গোলে লিড পায় স্বাগতিক ম্যানসিটি। এর তিন মিনিট পরেই আগুয়েরোর পাসেই আরেক আর্জেন্টাইন পাবলো জাবালেতা গোল করে সিটিকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। এ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে যায় ম্যানসিটি।

বিশ্রাম শেষে ম্যাচের ৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আগুয়েরো। তাকে এই গোলে সহায়তা করেন ইংলিশ তারকা স্টারলিং। আর ইনজুরি সময়ে কেলেচি এলহেনাচোর গোল করলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগামী ১১ মার্চ মিডলসবুর্গের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি।