ডেস্ক রিপোর্ট : আজ ৮ ডিসেম্বর, বরিশাল, চাঁদপুর, ঝালকাঠি, পিরোজপুর ও কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর এবং ভেড়ামারা হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে এই সব এলাকা হানাদারমুক্ত হয়।
হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে সংশিষ্ট জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বরিশাল : ১৯৭১ সালের এ দিনে বরিশাল জেলা হায়নাদারমুক্ত হয়। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সেদিন মুক্তিযোদ্ধারা আকাশ বাতাস মুখরিত করেছিল।বিজয়ের আনন্দে মুক্তিকামী মানুষ সেদিন রাস্তায় নেমে আসে। তাদের সকলের মুখে ছিল বিজয়ের হাসি।
এদিকে হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বরিশাল জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সকালে র্যালি ও বিকেলে আলোচনা সভার আয়োজন করেছে।
চাঁদপুর : ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাক হানাদারমুক্ত হয় চাঁদপুর । স্থল ও নৌপথে মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমনে এ দিন পাকবাহিনী চাঁদপুর থেকে পালিয়ে যায়।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর মিত্রবাহিনীর ট্যাঙ্ক বহরের সামনে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছন বীর মুক্তিযোদ্ধা জীবন কানাই চক্রবর্তী।
হানাদারমুক্ত উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলার মুক্তিযোদ্ধারা। এর মধ্যে আজ থেকে শহরের হাসান আলী স্কুল মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
ঝালকাঠি : আজ ৮ ডিসেম্বর, ঝালকাঠি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝালকাঠি হানাদার মুক্ত হয়।
এ দিনে বিজয়ীর বেশে বীর মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। জেলার সর্বত্র আনন্দ উল্লাসের পাশাপাশি শুরু হয় বিভিন্ন গণকবর আর বধ্যভূমিতে হারানো স্বজনের লাশ খোঁজার পালা।
১৯৭১ সালের ২৭ এপ্রিল পাক হানাদার বাহিনী ঝালকাঠি শহর দখলে নেয়। এরপর থেকে পাক বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর আর আল শামসের সহায়তায় ৭ ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে হত্যা, ধর্ষণ, লুটসহ নারকীয় নির্যাতন চালায়।
অবশেষে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে টিকতে না পেরে ৭ ডিসেম্বর শহরে কারফিউ জারি করে পাক বাহিনী। রাতে ঝালকাঠি ছেড়ে পালিয়ে যায় হানাদার বাহিনী।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
পিরোজপুর : আজ ৮ ডিসেম্বর, পিরোজপুর মুক্তদিবস। ১৯৭১ সালের এই দিনে পিরোজপুর পাকহানাদারমুক্ত হয়।
১৯৭১ সালের ৪ মে পিরোজপুরে পাক বাহিনী প্রবেশ করে। শহরের প্রবেশদ্বার হুলারহাট নৌবন্দর থেকে পাকবাহিনীরা প্রবেশের পথে প্রথমেই তারা মাছিমপুর ও কৃষ্ণনগর গ্রামে শুরু করে হত্যাযজ্ঞ। তারপর ৮ মাস স্থানীয় শান্তিকমিটির নেতা ও রাজাকারদের সহায়তায় বিভিন এলাকায় হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী।
পিরোজপুর হানাদারমুক্ত করতে সুন্দরবনের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাদের একটি দল ৭ ডিসেম্বর রাতে পিরোজপুরের দক্ষিণপ্রান্ত দিয়ে শহরে প্রবেশ করে। মুক্তিবাহিনীর আগমনের খবর পেয়ে ৮ ডিসেম্বর পাকবাহিনী শহরের পূর্বদিকের কচানদী দিয়ে পিরোজপুর ছেড়ে পালিয়ে যায়।
পিরোজপুরমুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহরের স্বাধীনতা চত্বর থেকে সকালে আনন্দ শোভাযাত্রা, ভাগীরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা, আলোক মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কুষ্টিয়া : আজ ৮ ডিসেম্বর, কুষ্টিয়ার মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলা পাকহানাদারমুক্ত দিবস। বাঙ্গালি ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি স্মরণীয় দিন। ১৯৭১ সালের এ দিনে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জেলার মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা পাকহানাদারমুক্ত হয়েছিল।