
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিরসরাই ট্র্যাজেডির ৬ষ্ঠ বার্ষিকী আজ।২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে এক সড়ক দুর্ঘটনায় ৪৫ জন প্রাণ হারায়। এদের ৪৩ জনই ছিল স্কুলশিশু।যে মৃত্যুতে আজো কাঁদছে মিরসরাইবাসী।
সেদিনের এই দুর্ঘটনায় পুরো বাংলাদেশজুড়েই শোকের ছায়া নেমে এসেছিল।সন্তানদের হারিয়ে শোকের অন্ত ছিলনা মিরসরাইবাসীর। আজও সেই নির্মম ঘটনা মিরসরাইয়ের বাতাসকে ভারি করে রেখেছে।
সেদিন মিরসরাই সদরের মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগীতায় আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মঘাদিয়া আনজুমান্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা একটি পিকআপ ভ্যান করে আবুতোরাব যাচ্ছিল। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই মর্মান্তিক ঘটনার জন্ম দেয়।
এ দুর্ঘটনায় নিহতদের আজ স্মরণ করবে মিরসরাইবাসী।নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’এ শ্রদ্ধা নিবেদন করবে তাদের স্বজন ও সংগঠন।
মিরসরাই আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আজ সকাল ১০ টা থেকে খতমে কোরআন ও মিলাদ, অন্য ধর্মাবলম্বীদের জন্য ভিন্ন প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক জানান, বিশেষ দোয়া ও প্রার্থনা, দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, স্মৃতিস্তম্ভে গিয়ে পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, আলোচনা সভা ও জেয়াফত অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভিসি প্রফেসর ইসমাইল খান, বিশেষ অতিথি থাকবেন মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, উপজেলা আ’লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মায়ানী ইউপি চেয়ারম্যান কবির নিজামী প্রমুখ।
এছাড়া পৃথক কর্মসূচি গ্রহণ করেছে মিরসরাই প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিরসরাই ট্র্যাজেডি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে।