আল-আমিন রেজাঃ আজ উত্তরার আইইউবিএটিতে ৭৩ তম ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় রজত জয়ন্তী পালন করছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। এতে প্রধান অতিথির ভাষণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন; বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকারের আমলে ব্যাপক শিক্ষা খাতে উন্নয়ন হয়েছে বলে দাবি করেন ও ছাত্র-ছাত্রীদের স্বপ্ন দেখাতে উৎসাহিত করেন। এতে সভাপতিত্ব করেন ভারপাপ্ত উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ শহিদুল্লাহ মিয়া; আরও উপস্থিত ছিলেন চেয়ার, কর্ডিনেটর, শিক্ষক, অফিসার, স্টাফ ও শিখার্থীবিন্দ। ইউনিভার্সিটি সামনে চলাচলের সুবিধা জন্য; শিখার্থীদের জন্য একটি ওভারব্রিজ নির্মানে সহযোগিতা করার প্রতিস্রুতি দেন। মেয়র বলেন; শিখার্থীদের দেশর জন্য কাজ করার আহ্বান জানান ।