
মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ করোনা আক্রান্তে মৃতদের মধ্যে সদর উপজেলার ১জন, পুরুষ বয়স (৩৩) বছর। পীরগঞ্জ উপজেলায় ২জন মহিলা ও পুরুষ বয়স উভয়ের (৪০)। রাণীশংকৈল উপজেলায় একজন পুরুষ বয়স (৪০)। পুরো উপজেলায় ২জন পুরুষ বয়স (৭৬) মহিলা বয়স (৪৫) বছর। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল মোট ১৭৬ জনে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩০৭জনের নমুনা সংগ্রহ করে তা বিভিন্ন পরীক্ষাগারের পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ১০৭ জনের শরিরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনা ভাইরাসে নতুন আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৭৫ জন,বালিয়াডাঙ্গীতে ৭জন রাণীশংকৈলে ৫জন, পীরগঞ্জে ১১ জন,ও হরিপুরে ৯জন।
এ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩৯ জন, যাদের মধ্যে জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৫৮০জন।
আজ (০১) আগস্ট রবিবার, সকালে , সিভিল সার্জন ঠাকুরগাঁও নামে ফেসবুক আইডিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।