আজ থেকে ১০ দিনের জন্য অবরুদ্ধ হচ্ছে দেশ

মোঃ আসাদুল  ইসলাম চট্রগ্রাম প্রতিনিধি: আজ ২৬ ই মার্চ থেকে ১০ দিনের জন্য  সরকারি বেসরকারি অফিস সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান  ওষুধ , কাচা বাজার বা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট ও গনপরিবহন বন্ধের সিদ্ধান্ত কার‌্যকর হয়েছে।

সব দেশের মতো চট্রগ্রামের ইপিজেড ,বন্দর ,পতেঙ্গার সকল সরকারি বেসরকারি অফিস , সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং গনপরিবহন বন্ধ ছিল ,শুধু খোলা ছিল ওষুধের,ফলেন এবং কাচামালের দোকান।

জনগন কে রাস্তায় বের হওয়া বারন থাকলেও অনেক কে রাস্তায় বিনা কারনে ঘোরাফেরা করতে দেখাযায় , তাদের কাছে জানতে  চাইলে আমাদের জানায়, গনপরিবহন বন্ধ থাকলেও কিছু কাভার ভ্যান চলতে দেখা যায়

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে চট্রগ্রামের ইপিজেড ,বন্দর ,পতেঙ্গার রাস্তায় টহলে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তবে দুধ,ডিম,সবজির মত পচনশীল পণ্যের ব্যবসায়ীরা আশঙ্কা করছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা ।

২৬ মার্চ থেকে শুরু করে ৪ এপ্রিল টানা দশদিন বাংলাদেশের সবকিছু বন্ধ থাকবে এমন কি জনগন  অতিপ্রয়োজন ছারা রাস্তায় বেরহতে পারবেনা থাকতে হবে বাসায়।