আজ সন্ধ্যার হজ ফ্লাইটটি বাতিল

নিজস্ব প্রতিবেদক : ভিসা জটিলতা, যাত্রী না থাকায় বাংলাদেশ বিমানের আজ মঙ্গলবারের সন্ধ্যার হজ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ এই তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত দুদিনে বাংলাদেশ বিমানের ৩টি হজ ফ্লাইট বাতিল করা হলো। সব মিলিয়ে এ পর্যন্ত বিমানের ১৭টি হজ ফ্লাইট বাতিল হলো।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের বিজি-১০৫১ ফ্লাইটটি বাতিল হয়েছে। তা ছাড়া গত ৪ আগস্ট (শুক্রবার) যে দুটি ফ্লাইট স্থগিত ঘোষণা ছিল সেগুলোও বাতিল হয়েছে। স্থগিত হওয়া ওই ফ্লাইট দুটি হলো- বিজি ৩০৩৯ ও বিজি ৩০৪১।

এদিকে, সংকট কাটছে না হজ যাত্রীদের। ভিসা জাটিলতা, ফ্লাইট প্রাপ্তিতে সৃষ্ট অনিশ্চয়তায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এখনো ৫২ হাজার হজ যাত্রীর ভিসা হয়নি। সময় আছে ১০ দিন। সৌদি সরকার জানিয়েছে, ১৭ আগস্টের পর ভিসা দেবে না তারা। কিন্তু ই-ভিসার প্রিন্ট নিতে গিয়ে সার্ভার ও যান্ত্রিক ত্রুটিতে আটকা পড়ছেন যাত্রীরা।

প্রতিদিন ফ্লাইট বাতিল হচ্ছে অথবা আন্ডারলোড নিয়ে ঢাকা ছাড়ছে। এই সংকট ও ভোগান্তির জন্য হজ এজেন্সি এবং ধর্ম মন্ত্রণালয় পরস্পরকে দোষারোপ করছে। সাধারণ মুসল্লিরা বলছেন, প্রতিবছর হজ যাত্রীদের দুর্ভোগ চলছে। কিন্তু স্থায়ী কোনো সমাধানে কেউ আন্তরিক নন। এ বছর হজ এজেন্সি, মধ্যস্বত্বভোগীর প্রতারণা, হজ অফিসের কর্মকর্তাদের অবহেলা, বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের একের পর এক ফ্লাইট বাতিলের সঙ্গে ই-ভিসার সমস্যা যুক্ত হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে হজ ফ্লাইট ও নিয়মিত ফ্লাইটে ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী বিমান বাংলাদেশে জেদ্দা যাবেন। গত ২৪ জুলাই বাংলাদেশ বিমানের প্রাক-হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট যাবে ২৮ আগস্ট।