আজ ২৬ এপ্রিল সাটুরিয়ায়  টর্নেডো দিবস

শাহাদুর রহমান,মানিকগঞ্জ: আজ ২৬শে এপ্রিল, ১৯৮৯ সালের এই দিনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উপর দিয়ে বয়ে যায় এক ঘূর্ণিঝড়। এই প্রলয়ঙ্কারী টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উপজেলার কয়েকটি গ্রামে। এই  টর্নেডোতে অচল হয়ে যায় মানুষের জীবন যাপন।
এই টর্নেডোতে অসংখ্য মানুষের জীবনও কেড়ে নেয়। ১৯৮৯ সালের এই টর্নেডোতে সাটুরিয়া উপজেলার ১৩শত লোক নিহত এবং ১২হাজার লোক গুরুতর আহত হন। আজকের এই দিনটিকে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে টর্নেডো দিবস হিসাবে পালন করা হয়।