আতিয়া মহলে অপারেশন ক্লিন শেষ

সিলেট প্রতিনিধি : সিলেটের আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়ালাইটের পর র‌্যাবের অপারেশন ক্লিন শেষ করে ভবনটিকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে.কর্নেল আলী হায়দার আজাদ এ ঘোষণা দেন।

তিনি জানান, ভবন থেকে দুটি লাশ, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, ইআইডি পাওয়া গেছে। র‌্যাব এক সপ্তাহ ধরে পুরো ভবনটি তল্লাশি চালিয়ে আর কোনো বোমা বা বিস্ফোরকদ্রব্য নেই বলে নিশ্চিত হওয়ায় অপারেশন শেষ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, সেনাবাহিনীর অপারেশন টোয়ালাইটের ৬ দিন পর ভবনটি পরিষ্কার করতে র‌্যাবকে দায়িত্ব দেওয়া হয়। র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ভবনের প্রতিটি ইঞ্চি তল্লাশির মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস সার্বক্ষণিক সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান র‌্যাব-৯ অধিনায়ক।

আগামীকাল সকালে পুলিশ বাসিন্দাদের কাছে ভবনটি বুঝিয়ে দেবে বলেও জানান তিনি।