‘আতিয়া মহল’ ভবনে আতংকে বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা ভবনে ‌‘জঙ্গিরা’ অবস্থান করছে- এমন সন্দেহে অভিযানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভবনের অপর ২৯টি ফ্ল্যাটে থাকা বাসিন্দাদের এখনো সরিয়ে নিতে পারেনি পুলিশ। তারা ভেতরে আটকা পড়েছেন। ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনটির নাম ‘আতিয়া মহল’ হলেও এটি এলাকায় এর মালিকের নাম অনুসারে উস্তার আলী ভবন নামেই পরিচিত।

পুলিশ বলছে, নিচতলায় জঙ্গিদের অবস্থান হওয়ায় ওপরের তলাগুলোতে থাকা বাসিন্দাদের সরিয়ে আনার ঝুঁকি নেয়া যাচ্ছে না।

এদিকে, আটকা পড়া বাসিন্দারা চরম আতঙ্কে আছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন। শিশু ও নারীসহ আটকা পড়া বাসিন্দারা মোবাইল ফোনে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছেন।

‘পারফেট্টি ভন মেলে’ নামের একটি কোম্পানির কর্মকর্তা নজরুল ইসলাম ওই ভবনে আটকা পড়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভবনের দ্বিতীয় তলায় বিদ্যুৎহীন অবস্থায় আছি। স্ত্রী ও ছোট বাচ্চাকে নিয়ে চরম আতঙ্কে সময় কাটছে।’

এদিকে পুলিশ হ্যান্ড মাইকে ভবনের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বর্তমানে সোয়াত টিমের জন্য অপেক্ষা করা হচ্ছে। সোয়াত টিমের সদস্যরা এলে মূল অভিযান শুরু হবে।