আদনান হত্যার ঘটনায় আরো দুই আসামিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকার উত্তরার স্কুলছাত্র আদনান হত্যার ঘটনায় সন্দেহভাজন আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, নুর আলম (১৯) এবং করিম (২০)।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের টঙ্গী থানাধীন পাগাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সর্বশেষ গত ৯ মার্চ হৃদয়, শাকিল ও শ্রাবণ নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্কুলছাত্র আদনান হত্যার ঘটনায় পুলিশের কাছে থাকা ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।