আদনান হত্যা মামলায় আরো ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক : স্কুলছাত্র আদনান হত্যা মামলায় আরো ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা রাজধানী উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক শাহীন মিয়া রোববার আসামিদের আদালতে হাজির করে স্বেচ্ছায় জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে নুরে আলম এবং আরেক মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে করিম মিয়া ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের জিআরও এসআই রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

শনিবার বিকেলে গাজীপুরের টঙ্গী থানাধীন পাগাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ নিয়ে এ ঘটনায় দায়ের করা মামলায় ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই দুইজনকে নিয়ে মোট ১৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উওরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।