আদালতে ডিজিটাল হাজিরার জন্য ‘ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন’ স্থাপন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ডিজিটাল হাজিরার জন্য ‘ডিজিটাল অ্যাটেনডেন্স মেশিন’ স্থাপন করা হয়েছে।

বুধবার সকালে ঢাকার মুখ্য বিচারিক হাকিম শেখ হাফিজুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় শেখ হাফিজুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমি আশা করছি, ডিজিটাল হাজিরা পদ্ধতির মাধ্যমে অত্র আদালতের কর্মচারীদের সঠিক সময়ে আদালতে আগমন ও প্রস্থান নিশ্চিত করা সম্ভব হবে, যার ফলে সাধারণ বিচারপ্রার্থীরা সর্বোচ্চ সেবা পাবে।’