আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট :আদিতমারীর কুমড়িরহাটে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কুমড়িরহাট ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে মহিষখোচা ফুটবল একাদশ জয়ী হয়েছেন।শনিবার (২৬শে নভেম্বর) বিকেল ৩টার দিকে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ও বন্ধু সংগঠনের আয়োজনে ফাইনাল খেলায় কুমড়িরহাট ফুটবল একাদশ ও মহিষখোচা ফুটবল একাদশ অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট ও বন্ধু সংগঠনের সভাপতি মাহবুবার রহমান খান বাবুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন-লালমনিরহাট জেলার এডিশনাল এসপি জনাব এন.এম নাসিরুদ্দিন। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব রোকন উদ্দিন বাবুল, যুগ্ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয় পার্টি ।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আইয়ুব আলী, আদিতমারী থানার ইন্সপেক্টর (তদন্ত) জনাব ফিরোজ কবির, কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন আলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব কামাল সরকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরকার, জনাব আব্দুল্লাহ আল মামুন সাধারন সম্পাদক উপজেলা জাতীয় পার্টি, জনাব সুবহান সরকার সাংগঠনিক সম্পাদক উপজেলা জাতীয় পার্টি, কালীগঞ্জ যুবসংহতীর আহবায়ক বাবু নন্দকিশোর রায়, জনাব আলী হোসেন আহবায়ক মহিষখোচা জাতীয় পার্টি ও স্থানীয় নেতৃবৃন্ধসহ হাজার হাজার ফুটবল প্রেমি দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেওয়া হয় ।