নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় পিটিয়ে ও ছুরিকাঘাতে স্কুলছাত্র আদিলকে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ হয়েছে নগরীতে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এবং আদিলের পরিবারের সদস্যরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
ফেসবুকে ইভেন্ট খোলার মাধ্যমে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সাধারণ ছাত্রছাত্রীরা।
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- আদিলের সহপাঠি শিক্ষার্থী সাফায়েত ফাহিম, আদিলের মামা ও মামলার বাদী নজরুল ইসলাম, আমিনুল হক বাবু প্রমুখ।
এ ছাড়া কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
সমাবেশে বক্তারা স্কুলছাত্র আদিলের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ঘাতকরা নিষ্ঠুরভাবে একজন এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্রকে ২৬টি ছুরিকাঘাতে হত্যা করেছে। এই হত্যার মূল ঘাতককে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকাণ্ডের সপ্তাহ পেরিয়ে গেলেও ঘাতকরা ধরাছোঁয়ার বাইরে। এই অবস্থায় অবিলম্বে আদিল হত্যার মূল ঘাতক আলমগীরসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাতে নগরীর আইডিয়াল স্কুলের এসএসসি পরীক্ষার্থী আদিল ও তার বাবাকে মারধর ও ছুরিকাঘাত করে জনৈক আলমগীরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদিলের মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করলেও মূল ঘাতক পলাতক রয়েছে।