নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিতে নিহত কামাল উদ্দিন হত্যার ঘটনায় ৮৬জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে।
শনিবার হাতিয়া থানায় মামলাটি করেন নিহতের শ্বশুর আবুল কালাম । মামলায় আরো ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি হলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য ও চরঈশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ।
এ ছাড়া পৌর যুবলীগ নেতা আল আমীন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার, পৌরসভা ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি তাজ উদ্দিন শামীম, প্রাক্তন ছাত্রলীগ নেতা মো. শমীর উদ্দিন, যুবলীগ কর্মী শামীম ও মো. তছলিম হোসেনসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ও একই ইউনিয়নের ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় পাঁচজন গুলিবিদ্ধ হয়।পরে কামাল (৩৩) নামে এক যুবক মারা যায়। সে চরঈশ্বর ইউনিয়নের বাসিন্দা ও ইউপি সদস্য রবীন্দ্র দাসের সমর্থক।