আধুনিক গফরগাঁও উন্নয়নের ধারাবাহিকতা

মাহ্বুব রহমান(ভ্রম্যমান প্রতিনিধি):মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলা গড়ার লক্ষ্যে ও আধুনিক গফরগাঁও উন্নয়নের ধারাবাহিকতায় ডিজিটাল গফরগাঁয়ের রুপকার মাননীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দজ বাবেল মহোদয় গতকাল মঙ্গলবার একটি স্কুল ভবন ও ৪টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাঁচুয়া রাবেয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভিত্তির প্রস্তর স্থাপন ও সালটিয়া ইউনিয়নের শিবগঞ্জ সরক থেকে তেজপাতা মোড়,রাওনা ইউনিয়নের ফকিরবাড়ী মোড় থেকে দিঘা পুলিয়াদী হয়ে ধোপাঘাট কৃষ্ট বাজার প্রর্যন্ত,লাউতৈল মোড় থেকে জুলনার খাল পর্যন্ত সরকসহ শিলাসী মূখী সরকের খায়রুল্লা বেপারীর রাড়ীর সামনে থেকে রাওনা সংযোগ সরক পর্যন্ত।দিনভর এসব কর্ম সূচি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলার চেয়ারম্যন আশরাফ উদ্দিন বাদল, পৌরসভার মেয়র আলহাজ্ব এস এম ইকবাল হোসেন সুমন,উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংঙ্কর কন্ডু, এমপি মহোদয়ের একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার রারবাড়ীয়ার ইউপি চেয়ারম্যন আবুল কাসেম আরও বিশিষ্ট জনেরা।