নিজস্ব প্রতিবেদকঃ দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শুক্রবার (১৫ মে) এক শোকবার্তায় আইজিপি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ড. আনিসুজ্জামান ছিলেন প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত একজন আধুনিক মানুষ।
বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে তার রয়েছে অনন্য অবদান। আমাদের কাছে তিনি ছিলেন বাতিঘরের মতো। এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।