আনন্দাশ্রু দিলীপ কুমারের

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। বর্তমানে এ অভিনেতার বয়স ৯৪ বছর। তবে মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। এমনকি তার শারীরিক অবস্থা ও খুঁটিনাটি তথ্যও টুইটারের মাধ্যমে ভক্তদের দিয়ে থাকেন এ অভিনেতা।

এদিকে ভক্তরাও টুইটারে দিলীপ কুমারকে উদ্দেশ্য করে নানা রকম বার্তা পাঠান। সম্প্রতি এমনই কিছু ভক্তের পাঠানো মেসেজ পড়ে আনন্দে কেঁদেছেন বলিউডের ‘ট্র্যাজেডি কিং’খ্যাত এ অভিনেতা।

এ প্রসঙ্গে দিলীপ কুমারের পক্ষে মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি লিখেছেন, ‘সাহেবের পাশে বসে আপনাদের পাঠানো শত শত সুন্দর মেসেজ পড়ছি। তিনি হাসছেন, তবে তার চোখে পানি এবং পড়ে চলেছি।’

তিনি আরো লিখেন, ‘সাহেবের শরীর এখন অনেকটা ভালো। আপনাদের সবার টুইট পড়ে তিনি হাসছেন আর খুশিতে কেঁদে ফেলেছেন।’

১৯৪৪ সালে জোয়ার ভাটা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় দিলীপ কুমারের। দীর্ঘ ছয় দশকের বলিউড জীবনে ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। দিলীপ কুমার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- নয়া দৌড়, মধুমতি, গঙ্গা যমুনা, রাম অউর শ্যাম, দাগ, আজাদ, দেবদাস, মুঘল-ই-আজম, কোহিনূর, পয়গাম, আদমি, শক্তি, লিডার ইত্যাদি। ১৯৯৮ সালে কিলা সিনেমায় তাকে শেষবার রুপালি পর্দায় দেখা গেছে।