
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আনসার সদস্য আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার আতিকুলকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার বিকেলে আতিকুরকে আটক করে গোয়েন্দা পুলিশ।
গত ২৭ অক্টোবর রাতে হাসপাতালের বহির্বিভাগে দায়িত্বরত আনসার সদস্যদের একজন ওই তরুণীকে হাসপাতালের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ছয় আনসার সদস্য পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে ওই কক্ষ থেকে তাকে বের করে দেওয়া হয়। ২৯ অক্টোবর কামাল নামের এক ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসকরা ৩০ অক্টোবর তাকে ওসিসিতে স্থানান্তর করেন।
ওই ঘটনায় ভিকটিমের ভাই শাহবাগ থানায় বুধবার রাতে মামলা করেন।