
ডেস্ক রিপোর্ট : কলকাতা থেকে যশোর ও খুলনা হয়ে ঢাকা পর্যন্ত বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা সোয়া একটার দিকে দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেবা উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এরপর কলকাতার রাজ্য সচিবালয় নবান্নর সামনে কর্মকর্তারা সবুজ পতাকা নেড়ে এ বাস সার্ভিসের সূচনা করেন। এ সময় সেখানে প্রস্তুত রাখা ছিল দুটি বাস। বাস দুটি কলকাতা-বেনাপোল-যশোর-খুলনা হয়ে ঢাকা পৌঁছাবে।