জেলা প্রতিবেদকঃ আনোয়ারা উপজেলায় ইয়াবা বিক্রির সময় মো. রাসেল (৩০) নামে এক খুচরা ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাসেলকে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মো. রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার মো. রাসেল আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকার আনোয়ার ছফার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে পরৈকোড়া টাংগার পুল এলাকা থেকে ১৬০ পিস ইয়াবাসহ রাসলকে হাতেনাতে গ্রেফতার করেন আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল ফারেজ জুয়েল।
গ্রেফতার রাসেলর বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গ্রেফতার রাসেল একজন খুচরা ইয়াবা ব্যবসায়ী। আনোয়ারার বিভিন্ন এলাকায় তিনি ইয়াবা বিক্রি করেন। তাকে অনেকদিন ধরে খুঁজছিলাম আমরা। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি দুলাল মাহমুদ।