জ্যেষ্ঠ প্রতিবেদক : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কন্যা বেগম আনোয়ারা খানম ভাসানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার দুপুরে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বেগম আনোয়ারা খানম ভাসানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
আনোয়ারা খানম প্রাক্তন সাংসদ মরহুম চৌধুরী মোতাহার হোসেনের সহধর্মীনি এবং দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মামুন স্টালিন এর মা।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বেগম আনোয়ারা খানম ভাসানীর মৃত্যুতে তার পরিবার-পরিজনের মতো আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন পরহেজগার হিসেবে এলাকায় অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন তিনি।’
বেগম আনোয়ারা খানম ভাসানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং
শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান খালেদা জিয়া।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম আনোয়ারা খানম ভাসানী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।