নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগ ও উত্তরা থেকে আন্তর্জাতিক অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
মঙ্গলবার রাতে তাদের তুরাগ ও উত্তরা-পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (২৯), মো. ফরহাদ হোসেন (২৮), মো. আবু বক্কর সিদ্দিক (৭৩)।
বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, গত ৩১ অক্টোবর লিবিয়ায় মো. শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিতে অপরহণ করে দুর্বৃত্তরা। পরে অপহৃতের ছোট ভাই ফারুক আহমেদকে ফোন করে মুক্তিপণ হিসেবে ২ লাখ ৮০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে অপহৃত ব্যক্তির পরিবার র্যাবের সঙ্গে যোগাযোগ করলে আমরা তদন্ত শুরু করি। এ সময়ের মধ্যে টাকা পাঠানোর জন্য অপহরণকারীরা তাদের বিকাশ নম্বর দেয় অপহৃত ব্যক্তির পরিবারকে। এর সূত্র ধরে র্যাব তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা শহিদুলকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। তারা জানিয়েছে, আবু বক্করের ছেলে মোহাম্মদ আলী ওরফে ইয়াকুব লিবিয়ায় থাকে। সে শহীদুলকে অপহরণ করে মুক্তিপণের টাকা দাবি করছে। শুধু শহীদুল নয় লিবিয়ায় আরো অনেককে অপহরণ করে মুক্তিপণ হিসেবে কয়েক লাখ টাকা আদায় করেছে ইয়াকুব। তারা শুধু বাংলাদেশ থেকে মুক্তিপণ আদায় করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অপরহণের মামলা আছে।