
অর্থনৈতিক প্রতিবেদক : রপ্তানি উন্নয়ন প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলোর শীর্ষ তিন কর্মকর্তার জন্য আন্তর্জাতিক ডেবিট ও ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, ইপিজেড ও ইজেডের কর্মকর্তাদের ব্যবসায়িক কাজে দেশের বাইরে যেতে হয়। তাই এই ইপিজেডে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলোর প্রধান শীর্ষ তিন কর্মকর্তার জন্য আন্তর্জাতিক ক্রেডিট ও ডেবিট কার্ড ইস্যু করতে পারবে ব্যাংকগুলো।
এই সার্কুলারটি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট-১৯৪৭ এর ধারা ২০(৩) অনুযায়ী জারি করা হয়েছে।