আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালেন স্মিথ

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং অলরাউন্ডার ডোয়েন স্মিথ। ক্যারিবিয়ান তারকা চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল)দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ শেষে এমন সিদ্ধান্তের কথা জানান। স্মিথ পিএসএলের দ্বিতীয় আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন।

বার্বাডোজের ৩৩ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে সর্বশেষ ২০১৫ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি লিগে আরো কিছুদিন খেলে যেতে চান স্মিথ।

২০০৪ সালের ২-৬ জানুয়ারি কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল স্মিথের। অভিষেকেই সেঞ্চুরি হাকালেও টেস্ট ক্যারিয়ারটাকে বেশি দূর নিয়ে যেতে পারেননি তিনি। ২০০৬ সালে নেপিয়ার টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ১০টি টেস্ট খেলেছেন তিনি। ১৪ ইনিংসে ২৪.৬১ গড়ে ৩২০ রান নামের পাশে যোগ করেছেন স্মিথ।

একই বছর একই ভেন্যু এবং একই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে অভিষেক ওয়ানডে ম্যাচে মাঠে নামেন ডোয়েন স্মিথ। দেশের হয়ে ১০৫টি ওয়ানডে খেলা স্মিথ ৮টি হাফসেঞ্চুরিতে ১৮.৫৭ গড়ে ১ হাজার ৫৬০ রান করেছেন। জাতীয় দলের জার্সি পড়ে খেলেছেন ২০০৭ ও ২০১৫ আইসিসি বিশ্বকাপ। নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন ডোয়েন স্মিথ।

২০০৬ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান ডোয়েন স্মিথ। দলের হয়ে লাল জার্সিতে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা স্মিথ ১৮.১৮ গড়ে ৫৮২ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশনেওয়া দলের অন্যতম সদস্য ছিলেন ডোয়েন স্মিথ।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে মিডিয়াম পেস করেন স্মিথ। ক্যারিবিয়াদের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৭৫টি উইকেট নিয়েছেন তিনি।