নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) রাজধানীতে র্যালি করেছে।
বুধবার র্যালিটি রাজধানীর রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়াম, শান্তিনগর মোড় প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) ফাতেমা বেগম।
দিবসটি উপলক্ষে এদিন সবাই ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে চৌকষ নারী পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে র্যালিতে অংশগ্রহণ করেন।
এআইজি ফাতেমা বলেন, ‘এ দিনটির জন্য অপেক্ষায় থাকি। এই দিনে কেননা নারী কিংবা তাদের গুরুত্ব তুলে ধরা হয়। আগে নারীদের পরিবার, সমাজ তথা কোথাও ন্যায্য অধিকার ছিল না। কিন্তু এখন নারীরা সমাজে উঠে এসেছেন। আমার মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়ে রাষ্ট্রের জন্যও ভূমিকা রেখে চলেছেন। আগামীতে নারী অধিকার আরো প্রতিষ্ঠিত হবে।’
র্যালিতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদের নারী পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিপিডব্লিউএন বাংলাদেশ পুলিশের নারী কর্মকর্তাদের একটি সংগঠন।