নিজস্ব প্রতিবেদক : জিম্মি করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
এর মধ্যে দুজন লিবিয়াপ্রবাসী রয়েছেন বলে র্যাব থেকে জানানো হয়েছে।
রোববার দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, রাজধানী, ফরিদপুর ও মাদারীপুরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা মানুষকে মোটা অঙ্কের টাকার বেতনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যায়। পরে তাকে জিম্মি করে এ দেশে থাকা ভুক্তভোগীর স্বজনদের কাছে মুক্তিপণের টাকা দাবি করে। পরে এ টাকা বিকাশের মাধ্যমে তারা হাতিয়ে নেয়।
তিনি আরো বলেন, এরা আন্তর্জাতিক প্রতারক চক্রেরও সদস্য। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।