‘আন্তর্জাতিক সম্মেলনে’ সরকার ‘বাধা দিয়েছে’: বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সাভারে ইউনূস সেন্টার আয়োজিত একটি ‘আন্তর্জাতিক সম্মেলনে’ সরকার ‘বাধা দিয়েছে’ অভিযোগ করে বিষয়টিকে ‘স্বৈরতন্ত্রের হিংস্র রূপ’ হিসেবে দেখছে বিএনপি।

দলটি বলেছে, ‘আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। এর ফলে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা আরো গভীর হবে।’

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সকালে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করার কথা ছিল। মূলবক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জাতিসংঘের সহকারী মহাসচিব টমাস গাসের। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনূস সেন্টার এক বিবৃতিতে সম্মেলন বাতিলের কথা জানায়।

রিজভী বলেন, ‘ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ। সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির অংশ নেওয়ার কথা ছিল। সম্মেলনে বাধা দেওয়ায় ঘটনা ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছে।”

বিএনপির এই নেতা বলেন, ‘একতরফা নির্বাচনের পর থেকে সরকারি দল ও তাদের মিত্ররা ছাড়া প্রকাশ্যে কারও সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয় না। ঘরোয়া সভায়ও হানা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

তিনি ইউনূস সেন্টারে সম্মেলন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।