
বিনোদন ডেস্ক: দক্ষিণী লাস্যময়ী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তিনি তার বিবাহবিচ্ছেদের পর নিজেকে নতুনভাবে মেলে ধরছেন। একাধিক বোল্ড ফটোশুট করেছেন। একের পর এক বড় প্রজেক্টের সঙ্গে নাম জুড়ে নিচ্ছেন নিজের। এবার সামান্থা তার নাম জুড়ে নিলেন একটি আন্তর্জাতিক সিনেমার সঙ্গে। সিনেমার নাম ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’।
সামান্থার ভক্তরা তাকে দেখতে পাবে একেবারেই ভিন্ন চরিত্রে। অতীতের ছক ভেঙে সামান্থা এবার অভিনয় করবেন ভিন্ন চরিত্রে। এই সিনেমাতেই সামান্থাকে দেখা যাবে যিনি নারী ও পুরুষ উভয়ের প্রতি আকর্ষণ বোধ করেন।
এই সিনেমায় সামান্থা একটি ডিটেক্টিভ এজেন্সি চালান। একটা রক্ষণশীল পরিবার থেকে উঠে এসেছেন তিনি। কিন্তু তিনি নিজেকে একজন স্বাধীন ও শক্তিশালী মানসিকতার অধিকারী এক নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্পটি।
সিনেমাটি পরিচালনা করছেন জন ফিলিপ। যিনি এর আগে ‘ডাউনটন অ্যাবে’,‘দ্য গুড কর্মা হসপিটাল’ সিরিজ নির্মাণ করে আলোচিত হয়েছেন। ২০০৪ সালের সর্বাধিক বিক্রি হওয়া একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। উপন্যাসটি লিখেছেন টিমেরি এন মুরারি। ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ সিনেমাটি প্রযোজনা করছে গুরু ফিল্মস। এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘ওহ! বেবি’ সিনেমাটি বানানো হয়েছিল। সেখানেও নায়িকা হিসেবে ছিলেন সামান্থা।
সামান্থা মার্কিন সংবাদমাধ্যমে বলেন, ‘অ্যারেঞ্জমেন্টস অব লাভ’ সিনেমার সফর শুরু করার মাধ্যমে আজ আমার জন্য একটা নতুন জগৎ খুলে গেল। একদমই ব্যক্তিগত একটি গল্পের সিনেমা এটি। আমি খুবই আনন্দিত ফিলিপ জনের সঙ্গে কাজ করার জন্য।
‘ডাউনটন অ্যাবি’র ভক্ত হওয়ার মাধ্যমে যার প্রকল্পগুলো আমি খুবই কাছ থেকে বছরের পর বছর অনুসরণ করেছি। সুনিতার সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আগের সিনেমা ‘ওহ! বেবি’র থেকেও আরও বেশি সাফল্য আসবে বলে আশা করি। আমার চরিত্রটি খুবই জটিল। আমার জন্য এ চরিত্রে অভিনয় করা হবে একাধারে চ্যালেঞ্জিং, আবার একটি সুযোগও বটে। আমার শুটিং সেটে যাওয়ার আর তর সইছে না।’
এর আগে সামান্থাকে সাহসী চরিত্রে দেখা গেছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের দ্বিতীয় সিজনে। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী খ্যাতিমান অভিনেতা মনোজ বাজপায়ীর সঙ্গে।
সামান্থার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে ‘শকুন্তলাম’ ও ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ উল্লেখযোগ্য। দুটি সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এ ছাড়া বলিউডেও একটি সিনেমা করার ব্যাপারে আলাপ চলছে তার।
সূত্র:নিউজ১৮