সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত দু’জন। এই ঘটনায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া সংঘর্ষ চলছে এখনও। এছাড়াও রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অন্তত দু’জন নিহত হয়েছেন।
আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।