
ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্দোলন-সংগ্রাম করে আওয়ামী লীগ আজকের এই অবস্থানে এসেছে। আওয়ামী লীগের মতো শক্তিশালী দলকে আন্দোলন করে বিএনপি ক্ষমতা থেকে নামাতে পারবে না।
শনিবার দুপুরে ফরিদপুর শহরের জসীমউদ্দীন হলে ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রাক্তন সদস্য এস এম নুরুন্নবীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, এস এম নুরুন্নবী একজন পরিশুদ্ধ রাজনীতিক ছিলেন। সততা ও দলের স্বার্থে তিনি কখনো আপস করেননি।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে স্মরণসভায় জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খোন্দকার মোহতেসাম হোসেন বাবর, প্রয়াত এস এম নুরুন্নবীর পত্নী আমেনা বেগম বক্তব্য রাখেন।