আপনাদের সঙ্গে ইফতার করতে ভালো লাগে

বিনোদন প্রতিবেদক : ওপার বাংলার সুপারস্টার জিৎ। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এ অভিনেতার ‘বস-টু’ সিনেমাটি আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটি প্রচারণায় অংশ নিতে আজ (১৩ জুন) ঢাকায় আসেন জিৎ। এরপরই রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নেন এ অভিনেতা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এ সময় জিৎ বলেন, ‘গত বছরও রোজার সময় এসেছিলাম। এবারো আসলাম। আপনাদের সঙ্গে ইফতার করতে ভালো লাগে। আবারো আসব। সবাই বস-টু দেখবেন।’

‘বস-টু’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও অভিনয় করেছেন-অমিত হাসান, কৌশিক সেন প্রমুখ।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের আব্দুল আজিজ।