আপনার নাকটি ঠিক কেমন আকৃতির

নাক দেখে যায় চেনা। আপনার নাকটি ঠিক কেমন আকৃতির? লম্বা না ছোট? টিকালো না বোঁচা? বাজপাখির ঠোঁটের মতো না কি জোকারের গোল নাকের মতো? জানেন কি, কত রকম কাজ করে আপনার নাক? ঘুমনোর সময় শুধু নাসিকা গর্জন আর খাওয়ার সময় ঘ্রাণেই অর্ধেক খাওয়া সম্পন্ন করাই তার একমাত্র কাজ নয়। নাকের গঠন বাতলে দেয় মানুষের ব্যক্তিত্বও। গ্রিক নাক, রোমান নাক, ফ্লেশি নাক— এমনই বেশ কয়েকটি ভাগ আছে নাকের। কোন নাকের কেমন চরিত্র? জেনে নিন গ্যালারি থেকে।