মায়েরা বাচ্চাদের বড্ড আতুপুতু করে। বড় হতে দেয় না। এমন বদনাম কিন্তু বাঙালি মায়েদের রয়েছে। ফলে একটা সময় গিয়ে নিজের দায়িত্ব নিজে সামলাতে না পেরে হিমসিম খায় সদ্য বয়ঃসন্ধি পেরনো ছেলে মেয়েরা। এমনটা যাতে না হয় তাই আপনার সন্তানকে স্বাবলম্বী হতে শেখান ছোট থেকেই। একটু বড় হতে শুরু করলেই ধীরে ধীরে শেখাতে থাকুন কিছু বেসিক লাইফ স্কিল।