আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম বন্ধ করে দেওয়ার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : কোনো নোটিশ ছাড়াই আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়ে তা দ্রুত খুলে দেওয়ার দাবি করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

সোমবার সংগঠনের সভাপতি গঙ্গা চরণ মালাকার ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

আপন জুয়েলার্সের মালিক ও তার ছেলের ডার্টি মার্নির খোঁজে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর রোববার আপন জুয়েলার্সের শুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ার শো-রুমে অভিযান চালিয়ে ২৮৬ কেজি সোনা ও ৬১ গ্রাম হীরা জব্দ করে। এ ছাড়া গুলশান-২ এ সুবাস্তু টাওয়ারে শাখা সিলগালা করে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো নোটিশ ছাড়াই শো-রুম বন্ধ করার পরিপ্রেক্ষিতে আজ বাংলাদেশ জুয়েলারি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা হয়। সভায় সবাই শো-রুম বন্ধ করার তীব্র প্রতিবাদ জানান। আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার পরিবার নির্ভরশীল। তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব পরিবারের ৫ হাজার মানুষের দায়িত্ব কে নেবে?

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি স্বর্ণের দোকানে যে পরিমাণ স্বর্ণ মজুদ থাকে তার একটি অংশ ক্রেতাদের, যা নতুন স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে অগ্রিম হিসেবে গচ্ছিত থাকে। আপন জুয়েলার্সের সাথে জড়িত নির্দোষ কর্মকর্তা-কর্মচারী, স্বর্ণশিল্পী ও ক্রেতাদের কথা বিবেচনা করে শো-রুমগুলো দ্রুত খুলে দেওয়ার পাশাপাশি এ ধরনের হয়রানিমূলক অভিযান বন্ধের জোর দাবি জানাই।