
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ।
যদিও ম্যাচের দ্বিতীয় বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়তে পারতেন তামিম ইকবাল। কিন্তু, তখন রিভিউ নেয়নি আফগানেরা।
এরপর তৃতীয় ওভারে লিটন দাসের বিপক্ষে রিভিউ নেয় তারা। ফারুকির প্যাডে থাকা ফুল লেংথ ডেলভারিতে ফ্লিক করার চেষ্টায় ব্যর্থ হন লিটন।
এরপর স্ক্রিনে বল-ব্যাটে পরিষ্কার ব্যবধান দেখা গেলেও স্নিকো মিটারে মৃদু স্পাইক দেখে নট আউটই দেন আম্পায়ার। ফলে রিভিউ হারায় আফগানিস্তান। বেঁচে যান তখন দুই রানে ব্যাট করতে থাকা লিটন।