আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একটি রাজনৈতিক দলের র‌্যালিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। রোববার জালালাবাদ শহরে এ ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

নানগরহর প্রদেশের পুলিশের মুখপাত্র হজরত হুসেইন মাশরিকিওয়াল জানিয়েছেন, প্রেসিডেন্ট আশরাফ ঘানির সমর্থণে তার সমর্থকরা একটি স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন।

তিনি বলেছেন,‘এক নারী ও এক শিশুসহ ছয় ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছে। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ও স্থানীয় স্বাস্থ্য পরিচালক হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি।

তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে নানগরহরকে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের অন্যতম ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। এই প্রদেশে তালেবানেরও সক্রিয় অস্তিত্ব রয়েছে।

গত মাসে রাজধানী কাবুলে এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত হয় ১৪ জন। পরে ইসলামিক স্টেটের পক্ষ থেকে এর দায় স্বীকার করা হয়।