আফগানিস্তানে আবারও রুশ সেনাদের সামরিক মহড়া

আবারও আফগানিস্তান সীমান্তের তাজিকিস্তান অংশে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সীমান্তে চালানো এই মহড়ায় প্রায় ৫০০ রুশ সেনা অংশ নিচ্ছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ নিয়ে গত এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো আফগান সীমান্তের কাছে সামরিক মহড়া চালাল। আফগানিস্তান যখন তালেবানের সরকার গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে, তখন এ মহড়া শুরু হলো।

রাশিয়া তাজিকিস্তানে মোতায়েন নিজের সেনা ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয়। দেশের বাইরে তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় সেনাঘাঁটি অবস্থিত।