
রাজধানী কাবুল অধিকার করে নেওয়ার পর আফগানিস্তানে চলমান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার (১৬ আগস্ট) যখন ভারী অস্ত্রসস্ত্র নিয়ে তালেবান যোদ্ধারা কাবুলে ঢুকে পড়ে প্রেসিডেন্ট ভবনের দখল নিলে ত্রাস আর ভয়ের সৃষ্টি হয়।
তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম আল জাজিরাকে জানান, তারা অতিসত্বর আফগানিস্তানের নতুন সরকার সমন্ধে সবকিছু পরিস্কার করে জানাবে।
মোহাম্মদ নায়েম বলেন, আল্লাহকে ধন্যবাদ, দেশে যুদ্ধের অবসান ঘটেছে। আমরা সবার সঙ্গে শান্তিপূর্ণ কূটনৈতিক সম্পর্ক চাই। আমরা যেখানে পৌঁছাতে চেয়েছিলাম সেখানে পৌঁছেছি। আমরা মানুষের জন্য স্বাধীনতা এনেছি। আমরা কারো ক্ষতি করতে চাই না এবং অন্য কাউকে আমাদের ভূমি ব্যবহার করে কারো ক্ষতি করতে দিতে চাই না।
আল জাজিরার খবরে বলা হয়, তালেবান তাদের বাহিনীর সদস্যদের শান্ত থাকার ও সহিংসতা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।