আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবানের গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১০ জন পুলিশ সদস্য রয়েছে। সোমবার হেলমন্দ প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ কর্মকর্তা হাজি মারজান জানিয়েছেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে প্রদেশের রাজধানী লস্কর গাহতে বোমাটি বিস্ফোরিত হয়। এর আগে শহরের সব কয়টি তল্লাশি চৌকিতে হামলা চালায় তালেবান যোদ্ধারা।
পুলিশের এই কর্মকর্তা জানান, তার নিজের ভাইসহ ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া নিহত অপর চারজন বেসামরিক নাগরিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
লস্কর গাহের একটি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ১৪ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এছাড়া ১৫ আহত ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ১৪ জন গাড়ি বোমা হামলায় আর একজন বন্দুক হামলায় আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালেয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেছেন, ‘আফগান নিরাপত্তা বাহিনী শিগগিরই তালেবানদের শহর থেকে বের করে দিতে সক্ষম হবে।’