আফগানিস্তানে বিমান হামলা বাড়ানোর বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : আফগান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া কৌশলের অংশ হিসেবে আফগানিস্তানে বিমান হামলা বাড়ানোর বিষয়ে ভাবছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সবেচেয়ে দীর্ঘ এ যুদ্ধের সমাপ্তি টানতে আফগানিস্তানে বিমান বাহিনীর শক্তি ও আফগান বিমানবাহিনীর জন্য প্রশিক্ষণ কার্যক্রম বাড়াতে যাচ্ছে মার্কিন প্রশাসন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেলদের বরাত দিয়ে বুধবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন নৌবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ডেভিড গোল্ডফেইন বলেছেন, তিনি বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। কেননা এ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ কৌশল বাস্তবায়নের রূপরেখা তৈরির কাজ করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।